আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মহেশখালীতে অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেফতার

মহেশখালীতে অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Moheshkhalকক্সবাজার: মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া থেকে ৬ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় সোনাদিয়ার প্যারাবন থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার দিনগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৬ জন হলেন নাছির উদ্দিন (২৭), মোহাম্মদ ফজলু (২৪), রেজাউল করিম (৩০), মোহাম্মদ কামাল (২০), মোহাম্মদ বেলাল (২৪) ও শহিদুল ইসলাম (২৮)। এদের সবার বাড়ি পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, গ্রেফতার হওয়া ছয়জন চিহ্নিত জলদস্যু। তারা সাগরে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।