আজকের দিন তারিখ ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মধুপুরে শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন

মধুপুরে শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


imaটাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা নতুন বাজার এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে একটি মনোহরি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন জানান, প্রথমে বাজারের মিনহাজ উদ্দিনের দোকানে আগুন লাগে।

পরে সে আগুন ওই দোকানসংলগ্ন শেখ রাসেল স্মৃতি সংসদে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে সংসদের চেয়ার টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।