Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ১৮শ’ কেজি জিরাসহ আটক ২

বকশীগঞ্জে ১৮শ’ কেজি জিরাসহ আটক ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


jamalpurজামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারত থেকে পাচার করে আনা ১৮শ’ নয় কেজি জিরাসহ দু’জন আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মুক্তাগাছার সদস্যরা।

শুক্রবার (৪ জুন) রাত ৯টার দিকে রৌমারী-ঢাকা সড়কের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া থেকে এসব জিরাসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে তাহের (২২) ও বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে হোসেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নয়াপাড়া মোড়ে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এ সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮শ’ নয় কেজি ভারতীয় জিরাসহ ওই দু’জনকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করে উদ্ধারকৃত জিরা ও আটক দু’জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে এপিবিএন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130