আজকের দিন তারিখ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাহিত্য কথা প্রকাশ হয়েছে আবদুল্লা আল মামুনের লেখা বই ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’

প্রকাশ হয়েছে আবদুল্লা আল মামুনের লেখা বই ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: সাহিত্য কথা


দিনের শেষে প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকৌশলী ও লেখক আবদুল্লা আল মামুনের লেখা ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী ’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লেখা গবেষণাধর্মী এই বইটি প্রকৌশলী আবদুল্লা আল মামুনের প্রকাশিত প্রথম গ্রন্থ। মেলা প্রাংগনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান উম্মে তানজিয়া সালমা, অতিরিক্ত মহাপরিচালক পাসপোর্ট অধিদপ্তর। এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক আশরাফুল আলম ; হারুন অর রশীদ,নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১ রাজশাহী । লেখক আব্দুল্লাহ আল মামুন এবং প্রকাশক শাহীনুর ইসলাম সৌরভ সহ আরো অনেকে। বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘আদিবা প্রকাশ’। বই মেলায় ৫৫১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম সহ ১২ বেসমেন্ট আজিজ সুপার মার্কেট শাহবাগ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী রাজকুমার পাল। বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইমেলা উপলক্ষে ২৫% ছাড় দিচ্ছে প্রকাশনা সংস্থা আদিবা প্রকাশ।