আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Daedকাগজ অনলাইন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যাসন্তান মরিয়ম (৪), মোতালেব হোসেনের দুই কন্যা সাদিয়া (৪) ও আফিয়া (০৩)। নিহতরা চাচাতো বোন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলাম ও তার ছোট ভাই মোতালেবের তিন শিশু বাড়ির পাশের নতুন খননকৃত পুকুরের পাশে খেলা করছিল। এ সময় আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।