আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized পল্লী সড়ক নেটওয়ার্ক উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পল্লী সড়ক নেটওয়ার্ক উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: Uncategorized


দিনের শেষে প্রতিবেদক : পল্লী সড়ক নেটওয়ার্ক উন্নয়নে ১০ কোটি ডলার বা ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার এ ঋণ অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড। ‘রুরাল রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে এ ঋণ দেয়া হচ্ছে। এডিবি ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ অর্থায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠীকে কৃষিক্ষেত্রের অঞ্চলে সংযুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য হাটবাজারে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে এডিবির সিনিয়র জল সম্পদ বিশেষজ্ঞ অলিভিউয়ার ড্রিউই বলেন, বর্ধিত এ ঋণ সহায়তা গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের আরও কাছাকাছি নিয়ে যাবে। উন্নত গ্রামীণ সড়ক মানুষের জীবনযাত্রাকে দ্রুততর করে তোলে, যা কৃষি জমি থেকে বাজারে উৎপাদন ও সেবা সরবরাহকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, যে কোনো আবহাওয়া বা পরিবেশে নারী ও শিশুদের পড়াশোনা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সেবাগুলোর সহজ ও নিরাপদ প্রাপ্তি নিশ্চিত করবে।