আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম

নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


natoreনাটোর: পূর্ব বিরোধের জের ধরে নাটোরে প্রতিপক্ষের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছেন এক যুবক। পরে পালাতে গিয়ে জনতার হাতে কোপে হামলাকারীও মারাত্মক জখম হন।

বৃহস্পতিবার (০২ জুন) সকালে নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হামলার শিকার সদর উপজেলা গোকুলনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম ও হামলাকারী একই উপজেলা নওদাপাড়া এলাকার মৃত আব্দুল মোত্তালেব হোসেনের ছেলে মাসুদ মন্ডল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইসমাইল হোসেন সকালে দত্তপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ মাসুদ অতর্কিতে হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

এলাকাবাসী মাসুদকে ধাওয়া করে তাকে আটক করে, একপর্যায়ে কুপিয়ে জখম করে। পরে দুইজনকেই প্রথমে নাটোর সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, এ ঘটনায় নুরুল ইসলামের বাবা বাদী হয়ে মাসুদসহ কয়েকজনের নামে দুপুরে মামলা করেছেন।