আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দণ্ডিত এমপি পাপুলের আসন শূণ্য ঘোষণার সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে বহাল

দণ্ডিত এমপি পাপুলের আসন শূণ্য ঘোষণার সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে বহাল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : বিদেশের মাটিতে দণ্ডিত এমপি শহিদ ইসলাম পাপুলের আসন শূণ্য ঘোষণার সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। লক্ষীপুর-২ আসন শূণ্য ঘোষণা ও সেখানকার উপনির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজের হাইকোর্টের আদেশও বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বৃহস্পতিবার (১৭ জুন) এ আদেশ দেন। আদেশে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পাপুলের বোন ও স্থানীয় এক ভোটারের করা আবেদন খারিজ করা হয়েছে। আবেদনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন শুনানি করেন।
ফৌজদারি অপরাধে বিদেশের মাটিতে দণ্ডিত হন স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুল। নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হওয়ায় তার নির্বাচনী আসন লক্ষীপুর-২ শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসন শূন্য ঘোষণা ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন।