আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝিনাইদহে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ৩

ঝিনাইদহে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ৩


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest1ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইটি মোটরসাইকেল ও নগদ পঞ্চাশ হাজার টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন (২৭), ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরাম হোসেন (৩২) ও তার স্ত্রী রত্না খাতুন (২৩)।

শনিবার (৪ জুন) রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল সাড়ে দশটার দিকে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সেসময় ব্যাংকের সিড়িতে তিন/চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় রেজাউল ফিলিং স্টেশনের জিএম নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেফতার করে।