আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Comillaকুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ফারজানা আক্তার বিজলি (৩০) মারা গেছেন। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সড়ক ও জনপদ বিভাগ লাকসাম অঞ্চলের কর্মকর্তা নুরুল আলমের মেয়ে।

নিহতের ভাই রেজাউল করিম লিঙ্কন জানান, বিজলি গত ৩০ মে সোমবার চৌদ্দগ্রাম বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফেরার পথে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মারাত্মক আহত হন।

স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।