আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে ১১২০ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১১২০ বোতল ফেনসিডিল জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


fullচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৬ জুন) ভোররাত ও সকালে শিবগঞ্জ উপজেলার তেলকুপি ও চাকপাড়া সীমান্ত থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বেলা সোয়া এগারটায় জানান, সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি টহল সীমান্ত পিলার ১৮০/১-এস থেকে ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর গ্রামে তল্লাশি চালায়। এসময় একটি বাগানের মধ্যে কয়েকটি খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি টহল দল জামতলা নদীর পাড়ে সীমান্ত পিলার ১৮৩/৪-এস এর কাছে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যগুলো পরবর্তীতে নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।