আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুলাউড়ায় নদী থেকে শিশুর মরদেহ উদ্বার

কুলাউড়ায় নদী থেকে শিশুর মরদেহ উদ্বার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Mouluvi-bazarমৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাহিদ আলী (৬) নামে এক শিশুর মরদেহ উদ্বার করেছে পুলিশ।

বুধবার (০১ জুন) বিকেলে গোগালীছড়া নদী থেকে মরদেহটি উদ্বার করা হয়। জাহিদ আলী শহরের পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন জাহিদ আলী। বিভিন্ন জায়গায় খোঁজার পরও তাকে পাওয়া যায়নি।

পরে বুধবার বিকেলে স্থানীয় লোকজন গোগালীছড়া নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নদী থেকে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।

কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে-তা ময়নাতদন্তের পর জানা যাবে।