আজকের দিন তারিখ ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Comillaকুমিল্লা: কুমিল্লায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার শীতলিয়া দীঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার টাইম স্কয়ার নামে একটি হোটেলের পেছনের দীঘিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পরে পুলিশে খবর দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম থানা পুলিশ ওই দীঘি থেকে মরদেহটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শংকর জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে তার পরিচয় জানা যায়নি।