Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ এসপির স্ত্রী হত্যার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এসপির স্ত্রী হত্যার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


killinঝিনাইদহ: চট্ট্রগ্রামে পুলিশ সুপার মো. বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।

পুলিশ সুপার মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে গতকাল সকালে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা । এ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।

এ সময় হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্টার ও ব্যানার বহন করা হয়।

মানববন্ধনে শিক্ষক, ছাত্র,সাংসৃ্কতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচির আগে মদনপুর গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130