Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ এবার হাতির আক্রমণে নারী শ্রমিক নিহত

এবার হাতির আক্রমণে নারী শ্রমিক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


3বান্দরবান: বান্দরবানের লামার সরই এলাকার ডলুছড়িতে বন্য হাতির আক্রমণে উসারু ত্রিপুরা (৪৫) নামে এক পাহাড়ি নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার রাতে ৮ থেকে ১০টি বন্য হাতি লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ির লামা রাবার ইন্ডাস্ট্রিজ লি. এর কোয়াটারে এ হামলা চালায়।

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লি. এর ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, ‘লামা ইন্ডাস্ট্রিজের কোয়াটারে দুই পরিবার থাকত। কিন্তু গতকাল এক পরিবার বাড়ি চলে যাবার কারণে বাগান এলাকা অনেক নির্জন ছিল। নিহতের পরিবারকে একা পেয়ে হাতি আক্রমণ চালায়। শুড় দিয়ে গাছের সাথে সজোরে আঘাত করে ওই শ্রমিককে মেরেছে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে।

কিন্তু হাতি বেশি থাকায় তা সম্ভব হয়নি। তার স্বামী ঘরের ভেতরে খাটের নিচে ঢুকে পড়ায় বেঁচে গেছে।’

এ ব্যাপারে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাজাহান ভূঁইয়া জানান, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে হাতিগুলো এলাকায় অবস্থান নিয়েছে। এ কারণে এলাকার মানুষ আতঙ্কে আছে।

প্রসঙ্গত, গত ২৮শে মে একই এলাকায় বন্য হাতির আক্রমণে মেহেরুন্নেছা নামে ১৪ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়। আহত হয় আরো ২ জন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130