আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য হিলি বন্দর দিয়ে ৭ বছর ধরে ফল আমদানি বন্ধ

হিলি বন্দর দিয়ে ৭ বছর ধরে ফল আমদানি বন্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৪:৫৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দীর্ঘ ৭ বছর ধরে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হলেও ফল (আপেল, আনার, আঙ্গুর, কেনু, কমলা, আম) আমদানি হচ্ছে না।  এ কারণে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ বন্দর দিয়ে আমদানিকৃত ফল এনে বিক্রি করতে হয় হিলি বাজারের ফল বিক্রেতাদের। এতে লেবার খরচ, পরিবহন খরচ সবকিছু মিলিয়ে প্রতিটি ফলে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি পড়ে। যার প্রভাব পড়ে খুচরা বাজারে। ক্রেতারাও বাধ্য হয়ে বেশি দামে এসব ফল কিনে নেন।  সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ফল আমদানিতে শুল্ক নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কিছু জটিলতা ও দুরত্বের কারণে আমদানিকারকেরা হিলি বন্দর দিয়ে ফল আমদানিতে উৎসাহিত হচ্ছেন না।

আর কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, হিলি বন্দর দিয়ে ফল আমদানিতে কোনো বাধা নেই। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নীতিমালা অনুসরণ করে ফল আমদানি করতে পারবেন আমদানিকারকেরা । সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ফল বিক্রেতা ও হিলি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টসহ কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।