আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য রাশিয়া যাচ্ছেন অর্থমন্ত্রী

রাশিয়া যাচ্ছেন অর্থমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


AMA-muhitকাগজ অনলাইন প্রতিবেদক: সরকারি সফরে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাশিয়া সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিন রাত সাড়ে ৯ টায় রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে অর্থমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ২০তম সেন্ট পেটারসবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে (এসপিআইইএফ’১৬) যোগ দেবেন।

আগামী ২০ জুন এমএ মুহিতের দেশে ফেরার কথা রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।