আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বাবুগঞ্জে ভুট্টার বাম্পার ফলন

বাবুগঞ্জে ভুট্টার বাম্পার ফলন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৯:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


বাবুগঞ্জ প্রতিনিধি : চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর জেলায় ভুট্টার ভালো ফলন হয়েছে। জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আবাদ হলেও ভুট্টা চাষিরা ভালো লাভের স্বপ্ন দেখছেন। জেলার কৃষকরা জানিয়েছেন, এ বছর ভুট্টার আবাদ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এছাড়াও অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। ভুট্টার জমিতে কম সেচের প্রয়োজন হয়। ফলে অন্য ফসল আবাদের চেয়ে ভুট্টার আবাদ বেশি লাভজনক। বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের ভুট্টা চাষি শাহজাহান ঘরামী জানান, আগে  আখ, কলাইসহ বিভিন্ন ফসলের চাষ করতাম। তবে এতে প্রচুর পরিশ্রম করতে হতো। যে কারণে এখন জমিতে ভুট্টা চাষ করছেন তিনি। ভুট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় অনেক কম খরচ, দামও অনেক ভালো বলে তিনি জানান। এছাড়া ভুট্টা খাদ্যের পাশাপাশি আরও নানা কাজে ব্যবহার করা যায়। সাধারণত রবি মৌসুমে অক্টোবর-নভেম্বরের মধ্যে ভুট্টার বীজ বপন করা হয়। এক সারি থেকে অন্য সারির দূরত্ব হয় ৩০ ইঞ্চি, গাছ হতে গাছের দূরত্ব ১০ ইঞ্চি, বপনের গভীরতা এক ইঞ্চি এবং বপনের সময় প্রতি গর্তে একটি বীজ দিতে হয়। তবে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে বীজের প্যাকেটের গায়ে লেখা নির্দেশিকা অনুসরণ করতে হয়। ভুট্টা সংগ্রহের ক্ষেত্রে মোচার পাতা কিছুটা হলদে হলে সংগ্রহের উপযুক্ত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মাস্টার্স  পাস করা শিক্ষিত যুবক আল আমীন ঘরামী জানান, করোনার কারণে লকডাউনে বাড়িতে বসেই সময় কাটছে তাই ভুট্টা ক্ষেতের পরিচর্যা করে বাবাকে সাহায্য করছি। এছাড়াও ৪০ শতাংশ জমিতে কলার বাগান করেছি। বর্তমানে আমরা যারা ঘরবন্দি রয়েছি তারা কিছুটা সময় বের করে কৃষি কাজে বাবাকে সাহায্য করলে মন্দ কী।