আজকের দিন তারিখ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি তাণ্ডবে হেফাজতকে সমর্থন দিয়েছে বিএনপি: মেনন

তাণ্ডবে হেফাজতকে সমর্থন দিয়েছে বিএনপি: মেনন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২১ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক  : হেফাজতের তাণ্ডবে বিএনপি সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। সোমবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এই অধিবেশন শুরু হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের তাণ্ডব দেখেছি উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘তারা কওমী মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলো। আর তারা যে বিএনপির সমর্থন পেয়েছিলো, সেটা দলের মহাসচিবের কথায় স্পষ্ট, তিনি বলেছেন, হেফাজত নয়, তাণ্ডব তো করেছে সরকার। পররাষ্ট্রনীতির প্রসঙ্গে সাংসদ মেনন বলেন, ‘যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। পাশাপাশি তিনি বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরাইলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন।’

গত এক বছরে স্বাস্থ্যখাতের দূর্বলতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন। বলেন, ‘পিপিই ও করোনা টেস্টসহ অনেক বিষয়ে আমরা জালিয়াতি দেখেছি।’