আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় ইউপি নির্বাচন : শেষ ধাপে ভোট গ্রহণ শুরু

ইউপি নির্বাচন : শেষ ধাপে ভোট গ্রহণ শুরু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:২১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


Electionকাগজ অনলাইন প্রতিবেদক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ৬৯৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, তা শেষ হবে বিকেল ৪টায়।

নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে কাজ করছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করেছে ইসি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ১০ হাজার এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ৫ হাজার প্রার্থী রয়েছেন। এ ছাড়া ষষ্ঠ ধাপে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হলে প্রার্থী সংখ্যা কম-বেশি হতে পারে।

নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে ইসির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, এবারের নির্বাচন সুষ্ঠু হবে। কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’