আজকের দিন তারিখ ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বিয়ে বাড়িতে বিষ মেশানো সেমাই খেয়ে শিশু-নারীসহ ৪২ জন অসুস্থ

বিয়ে বাড়িতে বিষ মেশানো সেমাই খেয়ে শিশু-নারীসহ ৪২ জন অসুস্থ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের বাড়িতে কীটনাশক মেশানো সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবান বিয়ে করেন। শুক্রবান সকালে মেহমানদের আপ্যায়নের জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সাথে ধান ও সবজি ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন। আনার পর বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। পরে মেহমান সেই সেমাই খেয়ে একেএকে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনকে ভর্তি করানো হয়েছে। ১০ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।