আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রুশ তেলের দাম নির্ধারণে পশ্চিমাদের ‘দুর্বল’ বললেন জেলেনস্কি

রুশ তেলের দাম নির্ধারণে পশ্চিমাদের ‘দুর্বল’ বললেন জেলেনস্কি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২২ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র পথে রপ্তানি করা রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। পশ্চিমাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ‘একটি দুর্বল অবস্থান’ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত রাশিয়ান অর্থনীতির ক্ষতি করার জন্য যথেষ্ট ‘গুরুতর’ নয়। উল্লেখ্য, ইউক্রেন চেয়েছিল নতুন এই দাম ৩০ ডলার নির্ধারণ করা হোক। স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশেরই ব্যাপক ক্ষতি করেছে। এদিকে, রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি-সেভেনকে সতর্ক করেছে মস্কো। রুশ পার্লামেন্টের নিম্ন-কক্ষের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেছেন, এরকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এটি চলমান বাজারের আইনও লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি।