আজকের দিন তারিখ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগ

সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


16কাগজ অনলাইন প্রতিবেদক: সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিদের মদদ দিচ্ছে বলে চট্টগ্রামে এক সমাবেশে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়নের নেতারা।

বৃহস্পতিবার (০৯ জুন) নগরীর চেরাগির মোড়ে আয়োজিত ওই সমাবেশে তারা বলেন, ৫ জুন জঙ্গিদের ত্রাস পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। মৌলবাদিদের চাপাতির কোপে মারা যাচ্ছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, ব্লগার, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, পাদ্রি, এমন কি আলেমরাও!

‘অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটি হত্যাকান্ড বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যেও দায় এড়ানোর আপ্রাণ চেষ্টা দেখা যাচ্ছে। এতে প্রমাণিত হয়েছে সরকার অপরাধীদের বিচারের আওতায় না এনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিদের মদদ দিচ্ছেন। ’

তারা বলেন, এখনও যদি সরকার মৌলবাদিদের টুটি চেপে না ধরে তাহলে অদূর ভবিষ্যতে সেই চাপাতি তাদের ঘাড়েই আঘাত করবে।

সমাবেশ থেকে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শিমুল বৈঞ্চবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক লাবিব ওয়াহিদ, চবি সংসদের দপ্তর সম্পাদক মাহবুবা জাহান রুমি।

সমাবেশের আগে ‘এই মৃত্যু উপত্যকা আমার স্বদেশ নয়’ স্লোগানে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।