আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সরকারি কর্মকর্তাদের তথ্য না দেওয়ার সংস্কৃতি রয়েছে

সরকারি কর্মকর্তাদের তথ্য না দেওয়ার সংস্কৃতি রয়েছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২১ , ১:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. জাফর ওয়াজেদ বলেছেন, তথ্য অধিকার আইন অনুযায়ী প্রত্যেক সরকারি দপ্তরে একজন তথ্য অফিসার থাকার নিয়ম। কিন্তু বাস্তবে তা নেই। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বুধবার সকালে পিআইবির আয়োজনে প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে ওই সেমিনার হয়। পিআইবি মহাপরিচালক বলেন, সরকারি বা বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তথ্য না দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। কিন্তু জনস্বার্থে যেকোনো তথ্য চাওয়ার অধিকার গণমাধ্যমকর্মীদের আছে। অনেকে আইনটি ব্যবহার করে স্পর্শকাতর কিছু তথ্য চান উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে আইন মেনেই হয়ত, সে তথ্য দেওয়া সম্ভব হয় না।