আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লুইজিয়ানায় শক্তিশালী হারিকেন ইডার ভয়ে পালাচ্ছে হাজার-হাজার মানুষ

লুইজিয়ানায় শক্তিশালী হারিকেন ইডার ভয়ে পালাচ্ছে হাজার-হাজার মানুষ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে হারিকেন ইডা যেভাবে ধেয়ে আসছে তাতে ব্যাপক প্রাণ নাশ ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য অন্য স্থানে পালিয়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় মেক্সিকো উপসাগরে এই শক্তিশালী হারিকেন আঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে, এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটার। বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে অনেক রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছিল। গভর্নর জন বেল এডওয়ার্ডস শনিবার বাসিন্দাদের সতর্ক করে বলেন যে এ ঝড়টি ১৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঝড়ে পরিণত হতে পারে।
“আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি ঝড় থেকে বেরিয়ে আসতে চান সেখানে থাকতে হবে এবং আপনার যতটা সম্ভব প্রস্তুত থাকতে হবে, কারণ আগামীকাল আবহাওয়া খুব দ্রুত খারাপ হতে শুরু করবে।” প্রতিবেশী মিসিসিপির গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি জো বাইডেন বলেন যে ইডা “খুব, খুব বিপজ্জনক ঝড়ে পরিণত হচ্ছে” এবং এর জন্য কেন্দ্রীয় সরকার সহায়তা দিতে প্রস্তুত।”