আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নব নির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

বিরোধীদলীয় নেতা আশা করেন, আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন। তাঁর মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন- এমনই প্রত্যাশা করেন তিনি।