আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার

রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : রাশিয়া দাবি করেছে কভিড ১৯ ভ্যাকসিনের সব পর্বের ট্রায়াল শেষ হয়ে গেছে৷ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই তারা ভ্যাকশিনেশন শুরু করে দেবে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রাশিয়ার তৈরি ভ্যাকসিনে তাদের আস্থা নেই। কারণ ভ্যাকসিনের জন্য যেসব পর্বের মধ্যে দিয়ে যাওয়ার কথা, তার মধ্য দিয়ে তারা যায়নি৷ তাই এই ভ্যাকসিনের ওপর ভরসা করা ভুল হবে বলে সতর্কতা উচ্চারণ করেছে তারা৷ খবর বিবিসির।

সংস্থার পক্ষ থেকে ক্রিস্টিয়ান লিন্ডমিয়ার সংবাদ সম্মেলনে জানান, কোনও ভ্যাকসিন তৃতীয় পর্বের ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়ার আগেই কেউ যদি সেটাকে ছাড়পত্র দিয়ে দেয় তাহলে তা ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে ভ্যাকসিন তৈরির জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে৷ যে কোম্পানি ও বিজ্ঞানীরা এই কাজ করছেন তাদের প্রত্যেককেই এই গাইডলাইন মানতে হবে৷ কিন্তু রাশিয়ার তৈরি ভ্যাকসিন নিয়ে যখন খবর পাওয়া গেছে যে সেই গাইডলাইন মানা হয়নি তখনই আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে৷

ক্রিস্টিয়ান লিন্ডমিয়ার বলেছেন, বিভিন্ন সময়ে গবেষকরা দাবি করেন, তারা বিভিন্ন জিনিস খুঁজে পেয়েছেন৷ সে সময় সে খবর শুনে খুব ভালো লাগে৷ কিন্তু খুঁজে পাওয়া আর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে৷ আমরা সরকারিভাবে এরকম কিছু হতে দেখিনি৷ যদি সব পদক্ষেপ মেনে এই কাজ করা হতো, তাহলে ইউরোপে তাদের সহযোগী সংস্থাগুলো এ বিষয়ে পুরোটা জানত৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, একটি ভ্যাকসিন যাতে পুরোপুরি সুরক্ষিত হয়, তার জন্য একাধিক পদক্ষেপ মানতে হয়৷ এই পদক্ষেপগুলো মেনে চলা জরুরি৷ কারণ তাহলে জানা যায়, ভ্যাকসিন কতটা কার্যকর এবং রোগ প্রতিরোধে কতটা সক্ষম৷