আজকের দিন তারিখ ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রমজানে বাড়ছে না প্রাথমিকে ছুটি

রমজানে বাড়ছে না প্রাথমিকে ছুটি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : পবিত্র রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব আমিনুল ইসলাম। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সচিব আমিনুল ইসলাম বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই।

এদিকে তীব্র গরম ও যানজটে নাকাল নগরবাসী। গরমে অনেক প্রাথমিক বিদ্যালয়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আদালতে রিট গড়িয়েছে। এমত অবস্থায় রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব।