আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যে কারণে সালভাদরের লকডাউন করা কারাগারে কয়েদিদের গাদাগাদি

যে কারণে সালভাদরের লকডাউন করা কারাগারে কয়েদিদের গাদাগাদি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৬:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় গোটা বিশ্বেই এখন চলছে লকডাউন। বিভিন্ন দেশের কারাগারগুলোতে যাতে এ প্রাণঘাতী ভাইরাস না ছড়ায়, এ জন্য ছোটখাটো অপরাধে আটক বন্দিদের শর্তসাপেক্ষে ছেড়েও দিয়েছে। কিন্তু ভিন্নচিত্র দেখা গেল লাটিতন আমেরিকার দেশ এল সালভাদরে। সেখানে একটি কারাগারে সামাজিক দূরত্ব তো দূরের কথা, এক কয়েদির সঙ্গে আরেক কয়েদিকে গাদাগাদি করে বসিয়ে রাখা হয়েছে। তাও আবার শুধু মাস্ক ও অন্তর্বাস পরিহিত সব কয়েদি। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার দেশটিতে ২০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে। আর এসব খুনের হুকুম ওই কারাগারে আটক মাফিয়া নেতারাই দিয়েছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এর পরই সাঁড়াশি অভিযান চলে জেলখানাগুলোতে। দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে গোয়েন্দা তথ্যের পর সন্ত্রাসীদের পাকড়াও করতে নির্দেশ দেয়ার পরই কারাগারে এ অভিযান শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই লাতিন আমেরিকার কারাগারগুলো কয়েদিতে ঠাসা; তার ওপর এ ধরনের পদক্ষেপে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে জেলখানাগুলো নরকে পরিণত হবে। ইতিমধ্যে দেশটির কারাগারে আটক ৩০০ কয়েদির দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।