আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড যুক্তরাজ্যে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ বন্যা

যুক্তরাজ্যে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ বন্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


231অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ বন্যায় লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থান ডুবে গিয়ে তিনজন গাড়িতে আটকা পড়েছিলেন। পরবর্তীতে ফায়ার বিগ্রেড এসে তাদের উদ্ধার করে। স্থানীয়ভাবে হঠাৎ হওয়া এই বৃষ্টিতে উত্তর ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

লন্ডন ফায়ার বিগ্রেড অফিস থেকে জানানো হয়, বন্যায় জলাবদ্ধতায় রাস্তায় গাড়ির মধ্যে আটকে পড়েছিল তিনজন। এর মধ্যে দুইজন নিজেই গাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছিল। অপর একজনকে আমরা উদ্ধার করেছি।

এদিকে লুটন বিমানবন্দর থেকে জানানো হয়েছে, স্থানীয়ভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বন্দরের পাওয়ার সিস্টেম কাজ করছে না। তাই যাত্রীরা কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন।

এদিকে লন্ডনের ‘দ্য এনভারনমেন্ট এজেন্সি’ জানায়, মাত্র ১ ঘণ্টায় লন্ডনে ১.৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে লন্ডনে। বিবিসি জানায়, লন্ডনে জুন মাসে ১.৯ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেখানে এক ঘণ্টার মধ্যে ১.৪ ইঞ্চি বৃষ্টিপাত অস্বাভাবিক।

এদিকে উত্তর আয়ারল্যান্ডে বজ্রপাতে আহত হয় এক বালক ও এক পুরুষ গুরুতর অবস্থায় আছে। এ ঘটনায় আহত হয়েছে একজন বালিকা।

সূত্র: বিবিসি।