আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিজানুর রহমান সামি’র কথায় সমরজিৎ এর কন্ঠে ‘শহরতলী চুপ’

মিজানুর রহমান সামি’র কথায় সমরজিৎ এর কন্ঠে ‘শহরতলী চুপ’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সমরজিৎ রায় বাংলাদেশের শাস্ত্রীয় ধারার শিল্পীদের অন্যতম। প্রকাশ করে যাচ্ছেন একের পর এক গান। একইসঙ্গে অসাধারণ সব গান দিয়ে ভক্তদের মাতিয়ে রেখেছেন ফেসবুকেও। ভক্তরাও এই বন্দি জীবনে যেন খুঁজে পাচ্ছেন প্রাণ। এই ঈদে প্রকাশিত হয়েছে ‘শহরতলী চুপ’ শিরোনামের সমরজিৎ-এর নতুন মৌলিক গান। ‘শহরতলী চুপ’ গানটি লিখেছেন মিজানুর রহমান সামি এবং সুর করেছেন সমরজিৎ রায়। এই গানটির সঙ্গীতায়োজন করেছেন রকেট মন্ডল এবং সমরজিৎ নিজেই। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন কোলকাতার গৌতম বসু এবং ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানটি প্রকাশিত হয়েছে সমরজিৎ এর ইউটিউব চ্যানেলে। সমরজিৎ বলেন, সবাই ভীষণ কঠিন সময় পার করছি। তবে আশাহারা হলে তো চলবে না। হ্যাঁ, এটা ঠিক যে অন্যান্য বারের মতো জাঁকজমকপূর্ণ ভাবে হয়তো ঈদ কেউ পালন করতে পারবেন না এবার। কিন্তু চার দেয়ালের মধ্যেই পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দটা নিশ্চয়ই পুরোপুরি উপভোগ করতে পারবেন সবাই। নিজের এবং দেশের সকলের জীবনের নিরাপত্তার কথা ভেবে এবারের ঈদে সামাজিক দূরত্ব মেনে চলা খুব বেশি জরুরি বলে মনে করি। যদিও মানুষের মনে এখন খুশি নেই, তবুও বলবো সারাক্ষণ শুধু নেতিবাচক ভাবনায় ডুবে না থেকে বরং ভালো ভালো গান শুনুন এবং পরিবারের সবাইকে সময় দিন। তিনি বলেন, আপনাদের জন্য মানসম্মত ভালো গান আমরা উপহার দিয়ে যাব। মিজানুর রহমান সামি আমার ভীষণ প্রিয় গীতিকার। অনেক চমৎকার কথায় গান লিখেছেন। গানের কথা হিসেবে আমি সুর করে গাওয়ার চেষ্টা করেছি। যদিও সবসময় শাস্ত্রীয় ধারার গানগুলোই গেয়েছি, তবে এবারের গান আমার স্টাইল থেকে একটু ভিন্ন, যা আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। ঈদ হোক সম্প্রীতির এবং ঈদ বয়ে আনুক সকলের জন্য মঙ্গলের বারতা। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ‘শহরতলী চুপ’ গানটির গীতিকার মিজানুর রহমান সামী জানান- সমরজিৎ দাদা আমার খুব পছন্দের মানুষ। ঈদে প্রকাশ পেয়েছে দাদার কন্ঠে আমার লেখা একটি গান৷ খুব ভালো সুর ও গেয়েছেন দাদা। আশা করছি সবাই গানটি খুব পছন্দ করবেন।