আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মানব সেবায় বি খন্দকার

মানব সেবায় বি খন্দকার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২১ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ ‘ইউজিবি’। সাথে যুক্ত আছেন দেশী-বিদেশী অনেক তারকারাও। ইউজিবি’তে ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন ফ্যাশন মডেল বুলবুল টুম্পা। যুক্ত রয়েছেন চিত্রনায়িকা পপি, সিমলাসহ দেশের অনেকগুলো ফ্যাশন মডেল। অনেকগুলো ক্যাম্পোইনে অংশ নিয়েছেন তারা। বাংলাদেশে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান উদ্যোক্তা বি খন্দকার (ইউজিবি’র) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সেভেনস্টার গ্রুপের মালিক। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ইউজিবি’র জন্ম হয়। এক বছরের মধ্যে প্রায় ৪০ হাজার মানুষ ইউজিবির সেবা পেয়েছে। অংশ নিয়েছে অনেক তারকা। ঢাকাসহ বাংলাদেশের বেশকিছু জেলায় সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে যখন লকডাউন ঠিক সেই মুহুর্তে ‘ইউজিবি ফাউন্ডেশন’ হাজার হাজার মানুষের পাশে দাঁড়ায়। এখনো চলছে তার কার্যক্রম। সংগঠনটি শুরুতে কাজ করে গেছে ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রয়াসে। কাজ করেছে খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা। এছাড়াও সংগঠনটি পরকীয়া, নারী ও শিশু নির্যাতন নিয়েও কাজ করছে।

দেশের ৫৫ টি জেলায় প্রস্তুত হয়েছে ইউজিবি টিম। বর্তমানে নিম্নোক্ত ৬ টি প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি- ১-ক্ষুধা মুক্ত বাংলাদেশ। ২-সার্থক। ৩-সবার জন্য বিশুদ্ধ পানি। ৪-নিরাপদ আশ্রয়। ৫-হেলথ ডেভেলপমেন্ট। ৬-আমার ভাত কই। ২০০৪ সালে বাংলাদেশে পারিবারিক আমদানি-রপ্তানি ও পরিবহণ ব্যবসায় যোগদান করার মাধ্যমে বি খন্দকারের ব্যবসায় হাতেখড়ি। একই বছর, তিনি চীন যান, এবং চীন থেকে বাংলাদেশে পণ্য রফতানি করে নিজের আমদানি-রফতানির ব্যবসা শুরু করেছিলেন। চীন এবং হংকংয়ের ব্যবসা গুটিয়ে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানে আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। ইতিহাদ এয়ারলাইনস, এমিরাটস এয়ারলাইনস এবং জাপান এয়ারলাইন্স এবং অস্ট্রেলিয়ান এয়ারলাইনস যেমন ক্যান্টাস, জেস্টার, ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের কন্ট্রাক্টর এবং সাব-কন্ট্রাক্টর এবং সেই সাথে তিনি অস্ট্রেলিয়ান বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির সাবকন্ট্রাক্টর। এই পরিবহন ব্যবসার মাধ্যমে তিনি বছরে প্রায় ৫০,০০০ যাত্রী পরিচালনা করে। আর ব্যবসার পাশাপাশি তিনি মানব এই সেবার ইউজিবি নিয়েই ব্যস্ত থাকেন।