আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ মার্কিন ডলার : সংসদে অর্থমন্ত্রী

মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ মার্কিন ডলার : সংসদে অর্থমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


45কাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। ২০১৪-২০১৫ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।

তিনি আরও বলেন, সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থ বছরে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা ২০১৪-১৫ অর্থ বছরে ছিল ১ হাজার ৩১৬ মার্কিন ডলার।