আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে কমছে করোনা সংক্রমণ

ভারতে কমছে করোনা সংক্রমণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২১ , ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে অনেকটা কমেছে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। খবর আনন্দবাজার অনলাইনের। আক্রান্তের পাশাপাশি কম রয়েছে দৈনিক মৃত্যুও। প্রায় ছয় মাস পর সোমবার তা ৩০০-র নীচে নেমেছে। মঙ্গলবার তা ২৯০। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২ জনের।

গত দু’দিন আক্রান্তের সংখ্যা কমায় আবার কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় ১২ হাজার। এর জেরে আবার চার লাখের নীচে নেমে এসেছে ভারতের সক্রিয় রোগীর সংখ্যা। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জন। ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ কেরালায়। তবে আগে চেয়ে সেখানে সংক্রমণ কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৩ হাজার ৬২৬। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা এক হাজারের নীচে নেমেছে। কিন্তু মিজোরামের পরিস্থিতি দিনে দিনে লাগামছাড়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।