আজকের দিন তারিখ ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে এক লাফে ৫০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

ভারতে এক লাফে ৫০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২১ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। সোম ও মঙ্গলবার সংক্রমণ ২৫ হাজারের ঘরে থাকলেও বুধবার তা আবারও ৩৭ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি ভারতে বুধবার বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। পুরো মহামারি পর্বে ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের, কেরালায় ১৭৩ জনের এবং ওড়িশায় ৬৭ জনের। এ তিন রাজ্যেই দৈনিক মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৭৬। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় (২৪,২৯৬)। এরপর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৪,৩৫৫), তামিলনাড়ু (১,৫৮৫), কর্নাটক (১,২৫৯), অন্ধ্রপ্রদেশ (১,২৪৮)। ভারতের দৈনিক সংক্রমণের সিংহভাগই হচ্ছে এ রাজ্যগুলো থেকে।