আজকের দিন তারিখ ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ব্রাজিলে ৪০ যানবাহনে আগুন

ব্রাজিলে ৪০ যানবাহনে আগুন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিওতে গণপরিবহন ব্যবস্থার ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে আধা-সামরিক সন্ত্রাসী গোষ্ঠী। তারা অন্তত ৪০টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।  অপরাধীরা সোমবার অন্তত ৩৬টি বাস, চারটি লরি এবং একটি ট্রেনে আগুন দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একে রিওর ইতিহাসে সবচেয়ে বড় অপরাধমূলক হামলার একটি হিসাবে বর্ণনা করেছে।

পুলিশ বিশেষ বাহিনীর হাতে ম্যাথিউস দা সিলভা রেজেন্ডে নামে একজন সিনিয়র আধাসামরিক নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সিলভা ‘যুদ্ধবাজ নেতা’ হিসাবে পরিচিত ছিলেন। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লড়াইয়ে প্রতিবছর ব্রাজিলে হাজার হাজার মানুষ নিহত হয়। সোমবারের হামলার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ৪৫টি স্কুল বন্ধ ঘোষণা করেছে।