আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত জানা যাবে কাল

ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত জানা যাবে কাল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২১ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। তবে লকডাউনে ব্যাংক বন্ধ না কি খোলা থাকবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও গতকাল শুক্রবার জানা গিয়েছিল, আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আজ নয়, আগামীকাল রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
লকডাউন সংক্রান্ত সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে। কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকবে না কি বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামীকাল রবিবার ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।