আজকের দিন তারিখ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বৈরুতে বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২০ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লেবাননের সংসদ ভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা সরকারবিরোধী অবস্থায় নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।  দেশটির সরকার বলছে, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে লেবাননের অনেকেই অভিযোগ করে বলেছেন যে, সরকারের অবহেলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে, যার ফলে কমপক্ষে ১৫৭ জন মারা গেছে এবং প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছে। প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে ৪ আগস্ট বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিস্ফোরণের পর শুরু হওয়া সরকারি তদন্তের আওতায় অভিযুক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।