আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিধ্বস্ত তুরস্ক, উদ্ধার অভিযান শেষের পথে

বিধ্বস্ত তুরস্ক, উদ্ধার অভিযান শেষের পথে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। প্রতিনিয়ত বাড়ছে এই মৃত্যুর মিছিল। ভূমিকম্পে হাজার হাজার ধসে পড়া ভবনে এখনও অনেকে আটকা পড়ে আছে বলা শঙ্কা। তবে শিগগিরই উদ্ধার অভিযানের ইতি টানা হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি)। খবর আল-জাজিরা। এএফএডি বলছে, তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ প্রদেশে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এএফএডি-এর প্রধান ইউনিস সেজার শনিবার এক বিবৃতিতে জানান, ভূমিকম্পের কারণে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৪২ জন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খোঁজ ও উদ্ধারের কাজ বেশিরভাগ প্রদেশে শেষ হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীকাল রাতের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।’ এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছে, তুরস্ক এবং সিরিয়া উভয় দেশে প্রায় দুই কোটি ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।