আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশিসহ নিহত ৩

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশিসহ নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২১ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে।  বৃহস্পতিবার মধ্য রাতে ওই সীমান্তের ৯১৭ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের ছেলে ঈদ্রিস আলীসহ কয়েক জন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যায় ও কয়েক জন আহত হয়। ভারতীয় বিএসএফ নিহত দুই জনের লাশ নিয়ে গেছে বলে জানান গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম। অপর একটি সূত্র জানান, ওই ঘটনায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশিসহ প্রকাশ বম্মর্ণ (৩৫) নামে এক ভারতীয় গরু ব্যবসায়ী মারা গেছেন। তার বাবার নাম অনিল বম্মর্ণ। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের জানা নেই। তারা খোঁজ খবর নিয়ে এ বিষয়ে জানাবেন।