আজকের দিন তারিখ ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বাংলাদেশি নিয়োগে কোটা বাড়াল সৌদি

বাংলাদেশি নিয়োগে কোটা বাড়াল সৌদি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশি ও ভারতীয়দের নিয়োগে সীমা বাড়িয়েছে সৌদি সরকার। এখন থেকে দেশটিতে বেসরকারি প্রতিষ্ঠানে ৪০ শতাংশ বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে। পাশাপাশি ভারতের জন্যও একই সীমা বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল কিওয়ার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে বুধবার এ খবর জানানো হয়েছে। সৌদির বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগে মোট জনবলের সর্বোচ্চ ২৫ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারলেও তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। শ্রমিক নিয়োগের একই সীমা বেঁধে দেওয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রেও। তবে ইয়েমেন ও ইথিওপিয়ার শ্রমিক নিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫ শতাংশ।
মন্ত্রণালয়ের পক্ষে অনলাইন পোর্টাল কিওয়া দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। সেই ই-মেইল হাতে পেয়েছে সৌদি গেজেট। এছাড়া বিশ্বস্ত সূত্রও সৌদি গেজেটকে মন্ত্রণালয়ের ওই ঘোষণার কথা নিশ্চিত করেছে।