আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিনে ১২ মৃত্যু

বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিনে ১২ মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  বরিশাল বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১২ জন মারা গেছেন। একই সময়ে জেলায় ৫৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ। যা পূর্বের শনাক্রে চেয়ে বেশি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন। ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত, একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৮১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯ জন। একদিনে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৩৩ জন।

দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে পিরোজপুর জেলায় ১৩৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৩ জন। একদিনে করোনা আক্রান্ত একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। একদিনে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৯ জন।

ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৪ জন।েএকদিনে কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২১ জন। ঝালকাঠি জেলায় নতুন ৯৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৪৬৫ জন। একদিনে দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন।

বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬২ জন। একদিনে দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৯ জন। এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত একদিনে হাসপাতালের আইসোলেশনে ৫৪ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৪৪ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ, ১৮৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। একদিনে ১৯০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৩ দশমিক ১৫ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।