আজকের দিন তারিখ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন: বাদশা

পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করুন: বাদশা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৫:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


12কাগজ অনলাইন প্রতিবেদক: পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে বাংলাদেশ সরকার ও বিশ্ব জনগোষ্ঠীর কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। যুদ্ধাপরাধের বিচারসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অযাচিত হস্তপে ও দেশটির কূটনৈতিক শিষ্টাচারের ক্রমাগত লঙ্ঘনের প্রতিবাদে আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি শেষে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

ফজলে হোসেন বাদশা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের নিজস্ব বিষয়। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশ ও দেশের মানুষের উপর তাদের কৃত জঘন্য অপরাধকেই প্রকারান্তরে স্বীকার করে নিলো। যুদ্ধাপরাধী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে ‘নিশান-ই-পাকিস্তান’ উপাধি দিয়ে পাকিস্তান মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী এক ঘৃণ্য অপরাধীর পক্ষ নিলো।

পাকিস্তান শুধু এই ঘটনায়ই নয়, বরং এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী এ জাতীয় অপরাধী ও সন্ত্রাসীদের প নিয়ে কার্যত নিজেকেই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচয় দিচ্ছে। পাকিস্তান এর আগে ওসামা বিন লাদেন, মোল্লা ওমর সহ তালেবান গোষ্ঠীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে। আজ বাংলাদেশের বিরুদ্ধে তারা একই অপরাধ করছে। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসবাদী উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তৃক অর্থ, অস্ত্র সহ বিভিন্ন প্রকারে মদদদানের ঘটনা ইতোমধ্যেই প্রমাণিত। আজ এই গোষ্ঠীর সাথে যুক্ত হয়েছে তুরস্কের মতাসীন মৌলবাদী সাম্প্রদায়িক দল ও তার সরকার। তুরস্কেও প্রধানমন্ত্রী এরদোয়ান আজ বিশ্বের নতুন লাদেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বাংলাদেশ সরকারকে অবিলম্বে দেশের বিরুদ্ধে এসব অপরাধীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরুল আহসান, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড ইয়াসিন আলী এমপি, কমরেড শেখ টিপু সুলতান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।

সমাবেশ শেষে সেখানে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে সন্ত্রাসের প্রতি ধিক্কার ও ঘৃণা জানানো হয়।