আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নেপালের ভূমিতে চীনের সীমান্ত চৌকি স্থাপন

নেপালের ভূমিতে চীনের সীমান্ত চৌকি স্থাপন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  দিল্লি-কাঠমান্ডু দ্বন্দ্বের মধ্যেই নেপালের ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করছে চীন। হিন্দুস্তান টাইমস ও জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সীমান্ত নির্ধারণী নদীগুলোর গতি পরিবের্তণের কারণে বেশ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে চীনা ভূমির পরিমাণ। চীন এসব স্থানে সেনা বাড়াচ্ছে বলে নেপালের কৃষি বিভাগ সদ্য প্রকাশিত এক নথিতে সতর্ক করেছে।

এই নথি অনুযায়ী নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ভূমি ইতোমধ্যেই চীনের দখলে চলে গেছে। কারণ হিমালয়ের নদীগুলো নিয়মিতই গতি বদল করছে। নথি অনুযায়ী বেশ কয়েকশ’ হেক্টর জমি এখন চীনের দখলে।

নথিটি বলছে, ‘চীন প্রায় নিশ্চিতভাবেই আর্মড পুলিশ দ্বারা এই এলাকাগুলোয় সীমান্ত চৌকি স্থাপন করছে।’ চীন নেপাল সীমান্তে ৪৩টি উঁচু পর্বতশৃঙ্ঘ রয়েছে। যা প্রাকৃতিক সীমা হিসেবে কাজ করে। দুই দেশের মধ্যে চেকপোস্টের সংখ্যা মাত্র ৬টি।

ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, চীন থেকে হারানো জমির ক্ষতি পোষাতেই কে পি শর্মা ওলির সরকার ভারতীয় ভূখণ্ডকে নিজ মানচিত্রে অর্ন্তভুক্ত করেছে। ফলে নেপালিদের দৃষ্টি সরে গেছে চীন সীমান্ত থেকে।