আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি নাটোর-১ আসন : নৌকার প্রার্থীতা চেয়ে আতিকের ইশতেহার ঘোষণা

নাটোর-১ আসন : নৌকার প্রার্থীতা চেয়ে আতিকের ইশতেহার ঘোষণা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


লালপুর (নাটোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিকুল হক আতিক প্রার্থীতা ঘোষণা করেছেন। মঙ্গলবার (৪ জুলাই ২০২৩) উপজেলার লালপুর বাজার হল মোড়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি দিয়েছেন নির্বাচনী ইশতেহার। নি¤œ তা তুলে ধরা হলো-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, দুই উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা; ইকোনোমিক জোন স্থাপন, সুগার মিল আধুনিকায়ন, কৃষি প্রসেসিং জোন স্থাপন, কৃষি কাজ আধুনিকায়ণে যথাযথ উদ্যোগ গ্রহণ, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কৃষি উন্নয়নে সেচের কাজ সহজ করা, কৃষি শ্রমিক, দক্ষ ও অদক্ষ মানব সম্পদ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, পদ্মা নদীর তীরে লালপুর পর্যটন কেন্দ্র গড়ে তোলা, নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রে মেধাবী ও উপযুক্ত ব্যক্তিদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা, শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষার পদক্ষেপ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করা, প্রতিটি গ্রামীণ রাস্তা পাকা করে উপজেলা সদরের সাথে সংযুক্ত করা, ঢাকার সাথে রেল যোগাযোগ সহজতর করার লক্ষ্যে আন্তঃনগর ট্রেনের স্টপেজ বৃদ্ধি, গ্রামীণ হাট বাজারগুলোকে আধুনিকায়ণ করা এবং অব্যবস্থাপনা দূর করে সুষ্ঠভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করা, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করা, দক্ষ জনশক্তি সৃষ্টিতে আইসিটি পার্ক নির্মাণ, বাগাতিপাড়া এলাকার মাটির নিচ দিয়ে রাজশাহী অঞ্চলের গ্যাস সংযোগ গেলেও আমরা সেই গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। অত্র এলাকা গ্যাস সংযোগের আওতায় এনে শিল্পাঞ্চল গড়ে তুলে এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদকমুক্ত লালপুর-বাগাতিপাড়া গড়ার লক্ষ্যে দুই উপজেলার জন্য পৃথকভাবে স্পোর্টস একাডেমী, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও পর্যাপ্ত খেলার মাঠ স্থাপনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সকল সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা, এলাকার সকল মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার উন্নয়ন করা, সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধর্মপালনের জন্য দুই উপজেলা সদরে আধুনিক প্রার্থনা কেন্দ্র স্থাপন ও মন্দির এবং শ্মশান আধুনিকায়ন করা, আদিবাসী স¤প্রদায়ের নিজস্ব স্বকীয়তা ধরে রাখার জন্য তাদের অধিকার নিশ্চিত করা, উপজেলার সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তা সিসি ক্যামেরার আওতায় আনা, গোপালপুর এবং বাগাতিপাড়া পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, লালপুর ও বাগাতিপাড়ার প্রেসক্লাব অফিসগুলো উন্নয়ন করা। এছাড়াও দীর্ঘদিনের ত্যাগী, বঞ্চিত, নির্যাতিত দলীয় নেতাকর্মীদের যথাযথ সম্মান পূর্বক মূল্যায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।