আজকের দিন তারিখ ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দাবানল নেভাতে গ্রিসে প্লেন পাঠাচ্ছে তুরস্ক

দাবানল নেভাতে গ্রিসে প্লেন পাঠাচ্ছে তুরস্ক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দাবানলে বিপর্যস্ত তুরস্ক। এর মধ্যে গ্রিসেও ছড়িয়ে গেছে দাবানল। আর এ আগুন নেভাতে সহযোগিতা করার জন্য গ্রিসে দুটি অগ্নিনির্বাপক বিমান পাঠাচ্ছে তুরস্ক। সোমবার এক ফোনকলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াসকে এ কথা জানান। খবর ডেইলি সাবাহর। ডেনডিয়াস টুইটারে এক বার্তায় লেখেন, মেভলুত কাভুসোগলু আমাকে জানিয়েছেন তুরস্ক গ্রিসে দুটি অগ্নিনির্বাপক বিমান পাঠাবে। আমি এ জন্য তাকে (কাভুসোগলু) ধন্যবাদ জানিয়েছি। দমকলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা প্রায় সাত দিন ধরে এভিয়া দ্বীপে দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশটি তিন দশকের মধ্যে রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রত্যক্ষ করেছে। ইতোমধ্যে গ্রিস আগুন নেভাতে সহায়তা চাওয়ার পর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ২০টির বেশি দেশ থেকে প্লেন, হেলিকপ্টার, অগ্নিনির্বাপক গাড়ি এবং জনবল পাঠিয়েছে। তুরস্কও দাবানলে পুড়ছে ১৩ দিন ধরে। দেশটির মুগলা প্রদেশের দুই জায়গায় এখনও জ্বলছে। তবে পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।