আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রকে: ইমরান খান

তালেবান সরকারকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রকে: ইমরান খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২১ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগান সরকারকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে আগেপরে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রকে।
পাকিস্তানের গণমাধ্যমের বরাতে দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায় ইমরান খান বলেছেন, “পাকিস্তান এই বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে এবং পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে।” তালেবানদের কাবুল দখল করা নিয়ে মন্তব্য করে পাক প্রধানমন্ত্রী বলেন, “কাবুল দখলের সময় আমরা রক্তপাতের ব্যাপারে ভীত ছিলাম এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করাটাও ছিল অপ্রত্যাশিত।” তিনি আবারো আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগান সরকারকে সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।