আজকের দিন তারিখ ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ড. এম কবীর হাসানের আইডিবি পুরস্কার লাভ

ড. এম কবীর হাসানের আইডিবি পুরস্কার লাভ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


Prof.-M.-Kabirকাগজ অনলাইন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবীর হাসান ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) পুরস্কার লাভ করেছেন। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অসামান্য গবেষণার জন্য তিনি সম্মানজনক এ পুরস্কারে ভূষিত হন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্প্রতি আইডিবি’র ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

ড. এম কবীর হাসান ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে প্রকাশিত ইসলামিক ইকনোমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স জার্নালের সম্পাদক।

বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনারে ৩শ’র বেশি গবেষণাপত্র উপস্থাপন করেছেন ড. এম কবীর হাসান। এছাড়া তিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিশ্বের বিভিন্ন আসরে বক্তব্য রেখেছেন।

যুক্তরাষ্ট্রের গুস্তাভাস অ্যাডলফস কলেজ থেকে ১৯৮৫ সালে অর্থনীতি ও গণিতে স্নাতক ও নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হাসান কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৭৮ সালে এসএসসি ও ১৯৮০ সালে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।