আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে

ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ৯:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিকবেদক : ট্রেনের যাত্রীদের স্বাস্থ্যবিধি ও সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শ‌নিবার (৩০ মে) দুপুরে রেলভব‌নের স‌ম্মেলন কক্ষে ট্রেন চালুর বিষ‌য়ে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রী এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, কাল (৩১ মে) থেকে যে ৮ জোড়া ট্রেন চালু হচ্ছে। সেগুলো আগের শিডিউল অনুযায়ী চলবে। প্রতিটি ট্রেন গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়া দাঁড়াবে না। একই সঙ্গে যেসব জেলা লকডাউন অবস্থায় আছে সেসব জেলা থেকে ট্রেনে যাত্রী তোলা হবে না। যাত্রীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেনে, ট্রেনের শিডিউল সময়ের এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে উপস্থিত থাকতে হবে, যাতে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়। এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ আরও অনেকেই।