আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টিসিবি’র পণ্য কিনতে দীর্ঘ লাইন

টিসিবি’র পণ্য কিনতে দীর্ঘ লাইন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  রাজধানীর তেজগাঁওয়ে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকালে দেখা যায় ওই এলাকায় কয়েকশ নারী-পুরুষ টিসিবির পণ্যের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে ক্রেতারা প্রখর রোদের মধ্যেই অপেক্ষা করছেন। বাদশা নামের এক ক্রেতা বলেন, আমরা গরিব মানুষ। তাই এখানে পণ্য কিনতে আসি। প্রসঙ্গত করোনা মহামারি পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে ঢাকাসহ সারা দেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ব্যতিত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারছেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।